হাসিনার আমলে ভিক্ষুক পুনর্বাসনের নামে উত্তরের ১৬ জেলায় ঢালা হয়েছে কোটি কোটি টাকা। প্রকল্প ‘সফল’হয়েছে- এমনটি বলে সরকারের কর্মকর্তারা মুখে ফেনা তুললেও বাস্তবতা বলছে ভিক্ষুকতো কমেইনি বরং রাস্তায় রাস্তায় থালা হাতে দাঁড়িয়ে থাকছেন আগের ভিক্ষুকরাই!
প্রশ্ন উঠছে তাহলে বরাদ্দের টাকা কোথায় গেলো? ভিক্ষুকরা যদি পুনর্বাসিতই হবেন, তাহলে কেন ফিরলেন আগের পেশায়– এসব প্রশ্নের সদুত্তর নেই সংশ্লিষ্টদের কাছে। বরাদ্দের টাকা ইচ্ছামতো নয়ছয় ও অব্যবস্থাপনার কারণে পুরো প্রকল্পই যে ব্যর্থ হয়েছে সেটিই বলছে একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদন।
রবিবার পত্রিকাটির খবরে বলা হয়, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান- নাম দিয়ে কর্মসূচিটি এখনো চালিয়ে যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। প্রকল্পের আওতায় ক্ষুদ্র ব্যবসা, গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও সেলাই মেশিন বিতরণ করা হয়। ২০১০ সাল থেকে চলমান এই কর্মসূচীতে বরাদ্দকৃত ৮৭ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ইতিমধ্যে ব্যয় হয়েছে ৫৪ কোটি ১০ লাখ ৯৪ হাজার টাকা। কাগজে-কলমে ১৭ হাজার ৭১০ জনকে পুনর্বাসন করার কথা বলা হলেও মাঠ পর্ায়ে তার কোনো আলামত দেখতে পায়নি ওই পত্রিকাটি।
জেড নিউজ, ঢাকা।