জেড নিউজ, ঢাকা ।
নরেন্দ্র মোদির ভারতে ইসলাম বিদ্বেষ যেনো নতুন কিছু নয়। মুসলমানদের ধর্মীয় সব রীতি পালনে বাধার দেয়াল তৈরি করেছে মোদি সরকার।পবিত্র রমজান মাস চলছে। সেহরির জন্য রাতের শেষাংশে ঈমাম সাহেব মাইকে ডাকাডাকি করে জাগাবেন মুসল্লিদের এমন নিয়মই চলে আসছিলো যুগযুগ ধরে।তবে এখানেও যেনো সমস্যা কট্টর হিন্দুত্ববাদী মোদির।
সম্প্রতি লাউড স্পিকারে সেহরির সময় আজান দেয়ায় মামলা হয় এক ভারতীয় মুসলিম ঈমামের বিরুদ্ধে। আর এরপর দেখা গেলো ঈমাম সাহেব মাইক বাদ দিয়ে মুখেই উচ্চস্বরে মুসল্লিদের সেহরি খাওয়ার জন্য ডাকছেন ।অবশ্য এ নিয়ে বেশ বির্তকও সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্য করছে ভারতে মুসলমানদের ধর্মীয় সব রীতি পালনে বাধার দেয়াল তৈরি করেছে মোদি সরকার।সেখানে মুসলমানরা ঠিকভাবে ধর্মীয় সব রীতি নীতি পালন করতে পারে না।
এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, যেখানে সংখ্যালঘু মুসলমানরা নিরাপদ না সেখানে বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো নিছক হাস্যকর।