জেড নিউজ, ঢাকা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে মোংলা বন্দরের আধুনিকায়নসহ ৭ থেকে ৮টি সমঝোতা স্বাক্ষর হতে পারে। এছাড়া সফরে কয়েকটি যৌথ ঘোষণা আসার কথা রয়েছে।
যেগুলোর মধ্যে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে লোগো, বাংলাদেশে চাইনিজ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন, বাংলাদেশে রোবট ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র স্থাপন, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইন্সটিটিউট স্থাপন, আগামী পাঁচ বছরের মধ্যে হাজারখানেক বাংলাদেশি যুবকের চীন সফর।
ঢাকা-বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো বলছে, ড. ইউনূসের বেইজিং সফরকে কেন্দ্র করে ১২ থেকে ১৫টি সমঝোতা স্বাক্ষর করার প্রস্তাব দিয়েছে চীন। চীনের প্রস্তাবিত সমঝোতার মধ্যে প্রধান উপদেষ্টার সফরে ৮টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর করতে রাজি আছে ঢাকা। মোংলা বন্দর আধুনিকায়ন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা, ষষ্ঠ চীন-মেত্রী সেতুর সংস্কার, বাংলাদেশ হাইওয়ে নেটওয়ার্ক পরিকল্পনা বাস্তবায়ন, খেলাধুলা, প্রতি বছর দুই দেশের নির্বাচিত ৫০টি করে বই বাংলা-চাইনিজ ভাষায় অনুবাদ ও দুর্যোগ সহযোগিতা বিষয়ক প্রকল্প সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
কিন্তু ভারতীয় মিডিয়া এই সফরকে ঘিরে বারবার মনগড়া ও বানোয়াট সংবাদ উপস্থাপন করছে। তাদের সংবাদ দেখলে এমন ধারনাই স্পষ্ট হয় যে, চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা। যা অত্যন্ত বিভ্রান্তিকর।