জেড নিউজ, ঢাকা।
কলকাতার টিভি নাইন বাংলা বিস্মিতি হয়ে লিখেছে, দেশ থেকে তাড়িয়েছে আগেই, শেখ হাসিনার শেষ সম্বলটুকুও কেড়ে নিল বাংলাদেশ।বাংলাদেশের একটি পত্রিকার খবরের বরাত দিয়ে টিভি নাইন লিখেছে, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা জমি-বাড়ি ক্রোক বা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। সব মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। হাসিনার বোন রেহানার নামে ১২৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তা-ও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ওপার বাংলায় কার্যত আর কিছুই রইল না শেখ হাসিনার।
সংশ্লিষ্টরা বলছেন, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে শেখ পরিবার ছিলো বাংলাদেশের অঘোষিত জমিদার। দেশের ৫৬ হাজার বর্গমাইলের মধ্যে এই পরিবারের হুকুমেই হতো সব কিছু। ঠিকাদারি থেকে চাঁদাবাজি কিংবা খুনখারাবি থেকে ব্যাংক ডাকাতি সবকিছুই চলতো হাসিনা ও তার পরিবারের লোকজনের হুকুমে।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর সময় পাল্টেছে। বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হচ্ছে গণহত্যাকারী ও দুর্নীতিবাজদের। ফলে হাসিনাসহ শেখ পরিবারকে যে তাদের পাপের প্রায়শ্চিত্য করতে হবে বিষয়টি খুবই স্বাভাবিক। এতে ভারতীয় মিডিয়াকে বিস্মিত কিংবা মর্মাহত হওয়ার কিছু নেই বলেও মনে করছেন সচেতন মহল।