জেড নিউজ, ঢাকা।
বিগত কয়েক মাস ধরেই ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন চলছে। আর এ পরিস্থিতিকে আরো উসকে দিচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় পাকিস্তানের সাথে সম্পর্কের কিছুটা উন্নতি হয়। কিন্তু বিষয়টিকে নিয়ে নানা রকম গালগল্প ফাঁদছে ভারতীয় মিডিয়াগুলো। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের মধ্যে ভারত বিরোধীতা দেখছে তারা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম কলকাতা নিউজ তাদের প্রচারিত খবরে ভারত-বাংলাদেশ যুদ্ধের হুমকি দিচ্ছে। তারা বলছে- প্রয়োজনে বাংলাদেশে আক্রমন করতে সব ধরণের সামরিক প্রস্তুতি রয়েছে ভারতের। ইতিমধ্যে ভুবনেশ্বর এয়ার বেইজে সমরাস্ত্র মজুদ করছে ভারতীয় সৈন্যরা। এমন সংবাদে দু’দেশের শান্তিপ্রিয় জনতার মাঝে আতঙ্কের সৃস্টি করবে বলে মনে করেন বিশ্লেষকরা।
অহেতুক মিথ্যাচারে পাকিস্তানকে বাংলাদেশের সাথে জড়িয়ে ভারত বিরোধীতার গল্প সাজাচ্ছে কলকাতা নিউজ। যা আদতে দুদেশের বন্ধুত্বের সম্পর্কে চীড় ধরাচ্ছে।