সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে সম্মিলিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) বেলা পৌনে ১টা থেকে ঢাবির রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগ, ভূতত্ত্ব বিভাগসহ একাধিক বিভাগের শিক্ষার্থী।
এ সময় ‘ধর্ষণের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, আমরা সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই’সহ একাধিক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
পদার্থ বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, নারী দিবসেও একাধিক ঘটনা ঘটেছে। শিশু ধর্ষণও হয়েছে। এসবের পরও আমরা ঘরে বসে থাকতে পারি না। আমারা চাই, এ দেশে ধর্ষণের বিরুদ্ধে সুষ্ঠু বিচারব্যবস্থা গড়ে উঠুক। কারণ এ দেশে বিচারব্যবস্থা দীর্ঘমেয়াদি। ধর্ষকরা জামিন পেয়ে যায়। আমরা এ ধরণের বিচারব্যবস্থা চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাতেও ধর্ষণের প্রতিবাদে বের হয়ে এসেছিল। আজও আমরা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি।
শিক্ষার্থী ফুরকান আহমেদ বলেন, আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই। আমাদের বোনেরা আজ রাস্তায় নিরাপদ না। তারা নির্ভয়ে বাইরে বের হতে পারছে না। দৃশ্যমান বিচার না হলে এই ধর্ষণের পরিমাণ বাড়তেই থাকবে।
এছাড়াও একাধিক শিক্ষার্থী ধর্ষকের ফাঁসি চেয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে রবিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছে। ইতোমধ্যে নিজেদের বিভাগের ব্যানারে প্রতিবাদ জানিয়েছে ৯টি বিভাগ। লোক প্রশাসন, রসায়ন, প্রাণরসায়ন ও অনুপ্রাণবজ্ঞান, পদার্থ, ভূতত্ব, ইংরেজি, ভাষা বিজ্ঞানসহ আরও কয়েকটি বিভাগ প্রতিবাদ জানিয়েছে বলে জানা গেছে।