জেড নিউজ, ঢাকা।
আসছে ঈদুল ফিতরে গ্রামে যাওয়ার সময় ঢাকাবাসীকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা সতর্কতার সাথে নিশ্চিত করে যাওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ -ডিএমপি কমিশনার ।
সম্প্রতি ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঈদ সামনে রেখে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যেসব পুলিশ ব্যারাকে থাকেন, তারা পরিবার-পরিজন ছাড়া সারাবছর ব্যারাকে থাকেন। তাদের একটি দাবি থাকে, ঈদে বাড়ি যাওয়া। সরকারি নির্দেশ মোতাবেক পুলিশের একটা অংশ ঈদে ছুটিতে যায়। তাই এসময় পুলিশেরও স্বল্পতা থাকে। কিন্তু তারপরও জনগনের সবরকম নিরাপত্তা দিতে পুলিশ সবসময় বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভাল আছে। তাই ঢাকাবাসী যেন নিরাপত্তাহীনতা বোধ থেকে বের হয়ে আসেন।
কিন্তু এই বিষয়টি নিয়ে জনমনে ভীতি সৃষ্টির জন্যে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে বিভ্রান্তিকর পোষ্ট শেয়ার করা হচ্ছে।