জেড নিউজ , ঢাকা ।
গত বছর ৫ আগস্ট হাসিনা পতনের পর তৎকালীন সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত এক বাংলাদেশে নতুন করে হাল ধরেন ড. মুহাম্মদ ইউনূস।দায়িত্ব নেয়ার পর থেকেই নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার ।
সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন মব সহিংসতার কারনে নেতিবাচক প্রভাব পড়লেও, নারীদের নিরাপত্তায় বহুমাত্রিক চিত্র ফুটে উঠেছে গত কয়েক মাসের নানা ঘটনায়- যা নিশ্চিত করেছে অর্ন্তবর্তী সরকার ।নারীর অধিকার ও ক্ষমতায়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং অংশীদারিত্ব নিশ্চিত করতে ইতিমধ্যে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে সরকার ।
বিশ্লেষকরা বলছেন, নারীদের ওপর আক্রমণের বিষয়টি আগেও ছিল। তবে অর্ন্তবর্তী সরকারের নির্দেশে বর্তমানে তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করছে প্রশাসন ।
কারন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিশ্বাস করেন, উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরাও এগিয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এটাই হোক সবার অঙ্গীকার।