ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এরপর থেকে গত ৭ মাস ধরে তিনি ভারতেই অবস্থান করছেন ।তবে নানান সময়ে তিনি ভারতের ঠিক কোন জায়গাতে আছেন, তা নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন উঠলেও সু -স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি ।
কারন হাসিনার অবস্থান নিয়ে ভারত সরকার সবসময়ই গোপনীয়তা বজায় রেখেছে। ফলে দেশটিতে শেখ হাসিনার অবস্থানকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটা তীব্র রহস্যের ঘেরাটোপ।সম্প্রতি ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের নয়াদিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে আছেন- সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য-প্রমান অনুযায়ী, সেই বাংলোর ঠিকানা ১১ রাজাজি মার্গ। সেখানে হাসিনার থাকার বিষয়টি দেখভাল করছেন ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ।
জানা যায় , দিল্লির লুটিয়েন্স খুবই অভিজাত এলাকা। যে এলাকায় এমপি, মন্ত্রী , বিচারপতি সহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা থাকেন ।
প্রতিবেদনে আরো জানা যায়, হাসিনার মর্যাদাকে গুরুত্ব দিয়ে সেখানে তার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। হাসিনার নিরাপত্তায় সার্বক্ষণিক সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা রয়েছেন।