Friday, July 25, 2025
More
    Homeখেলাবার্সেলোনার বিপক্ষে আরেকটি আগুনে ম‍্যাচের অপেক্ষায় বেনফিকা কোচ

    বার্সেলোনার বিপক্ষে আরেকটি আগুনে ম‍্যাচের অপেক্ষায় বেনফিকা কোচ

    গোলে চোখ রেখে আগ্রাসী ফুটবল খেলা বার্সেলোনা ও বেনফিকা আবার মুখোমুখি হওয়ার আগে প্রত‍্যাশার পারদ অনেক উঁচুতে তুলে দিলেন পর্তুগিজ দলটির কোচ ব্রুনো লাজা। বললেন, কিছু দিন আগে ৯ গোলের রোমাঞ্চকর ম‍্যাচ উপহার দেওয়া দল দুটি এবারও খেলবে বিনোদনদায়ী ফুটবল।

    নতুন আঙ্গিকের এবারের চ‍্যাম্পিয়ন্স লিগে প্রাথমিক পর্বে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল বেনফিকা। যোগ করা সময়ে রাফিনিয়ার গোলে ৫-৪ ব‍্যবধানে হেরেছিল লাজার দল।

    শেষ ষোলোর প্রথম লেগে বুধবার স্প‍্যানিশ দলটির বিপক্ষে ঘরের মাঠে খেলবে বেনফিকা। আগের দিন সংবাদ সম্মেলনে লাজা বললেন, নিজেদের আক্রমণাত্মক ফুটবলের ধারা ধরে রেখেই বার্সেলোনার মুখোমুখি হবেন তারা। তার বিশ্বাস, একই কাজ করবে হান্সি ফ্লিকের দলও।

    “অনুমান করতে পারব না যে, ম‍্যাচে কতগুলো গোল হবে। তবে ধারণা করতে পারি, এটা দারুণ একটি ফুটবল ম‍্যাচ হবে। কারণ, দুটি দলই খেলে আক্রমণে চোখ রেখে।”

    “কঠিন লড়াই হবে এবং আমরা জয়ের জন‍্য খেলব। অবশ‍্যই আগামীকালকের ম‍্যাচের ফল গুরুত্বপূর্ণ হবে, তবে দ্বিতীয় লেগের ফল আরও বেশি গুরুত্বপূর্ণ হবে।”

    ফ্লিকের কোচিংয়ে গোলের পর গোল করে চলেছে বার্সেলোনা। এই ব‍্যাপারটা ভাবাচ্ছে বেনফিকা কোচকে। তবে নিজ দলের ফরোয়ার্ডদের ওপরও আস্থা রাখছেন তিনি।

    “আমরা দারুণ একটি দলের বিপক্ষে খেলব যারা অনেক গোল করে। তবে এই দলের বিপক্ষে অতীতে ইতিবাচক যা করেছি- যে সুযোগগুলো পেয়েছিলাম, যতবার আমরা তাদের গোলরক্ষকের সামনে ছিলাম…আমরা বিশ্বাস, এই বাধা আমরা উতরে যেতে পারব।”

    জানুয়ারির লড়াইয়ে এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে গিয়েও জেতা হয়নি বেনফিকার। এবার ভিন্ন ফলের আশা দলটির সমর্থকদের। তবে কাজটা মোটেও সহজ হবে না। তারা আবার পাচ্ছে না চোট থেকে সেরে ওঠার পথে থাকা আনহেল দি মারিয়া ও ফ্লোরেন্তিনোকে। লাজা অবশ্য আশাবাদী, রেনাতো সানচেস তৈরি থাকবেন খেলার জন‍্য।

    “যেই খেলুক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে দল হিসেবে খেলা। আমাদের প্রতিপক্ষ (বার্সেলোনা) প্রায়শই ফাঁকা জায়গা ছেড়ে দেয়, আমরা সেটাই কাজে লাগানোর চেষ্টা করব। বার্সেলোনা আমাদের যে জায়গা দেবে সেটার সুবিধা কীভাবে নেওয়া যায়, সেটা আমাদের জানতে হবে। এটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

    সর্বশেষ

    বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের প্রয়ান

    প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই...

    গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

    কাউকে গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারের...

    সরকারি কর্মচারীরা ‘আন্দোলন’ করলে বাধ্যতামূলক অবসর, অধ্যাদেশ জারি

    জেড নিউজ, ঢাকা: সরকারি চাকরি আইন-২০১৮ এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ...

    ‘আমরা কতটা অমানবিক হয়ে গেছি, কন্টেন্ট বানানোর লোভে’

    সময়মতো হাসপাতালে নিতে না পারায় অগ্নিদগ্ধ ভাইকে বাঁচাতে পারেননি!...

    আরও সংবাদ

    বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের প্রয়ান

    প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই...

    গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

    কাউকে গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারের...

    সরকারি কর্মচারীরা ‘আন্দোলন’ করলে বাধ্যতামূলক অবসর, অধ্যাদেশ জারি

    জেড নিউজ, ঢাকা: সরকারি চাকরি আইন-২০১৮ এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ...