জেড নিউজ, ঢাকা।
চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আত্মপ্রকাশ ঘটেছে নতুন এক রাজনৈতিক দলের। মূলত, যাদের নেতৃত্বে হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদের পতন ঘটেছে নতুন এই দলটির নেতৃত্বে রয়েছেন সেই ছাত্রনেতারাই। দলটির নাম জাতীয় গণতান্ত্রিক পার্টি বা এনসিপি।
২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিশাল সমাবেশের মধ্য দিয়ে মধ্যপন্থী এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটে।
এনসিপির আহ্বায়ক হিসেবে রয়েছেন চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক অন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়া দলটির শীর্ষ দশ নেতৃত্বের সবাই ছিলেন হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামের দীর্ঘদিনের সহযোদ্ধা।
শুক্রবার মানিক মিয়া এভিনিউর বিশাল সমাবেশ থেকে নতুন দলটির নেতারা একটি বিষয় জাতির সামনে স্পস্ট করেছেন -তা হলো আগামীতে দেশের রাজনীতি হবে কেবলই বাংলাদেশপন্থী। ভারত বা পাকিস্তানপন্থী কোনো রাজনীতি দেশের সাধারণ জনগণ আর মেনে নেবে না।
সে হিসেবে দলটি সম্পূর্ণরূপে মুজিববাদ ও ফ্যাসিবাদ বিরোধী। তাদের ভাবাদর্শে গুরুত্ব পাচ্ছে বিপ্লববাদ, সংস্কারবাদ ও বহুত্ববাদের মতো উদারনৈতিক বিষয়গুলো। দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে দলটি সব সময়ই থাকবে কট্টরপন্থী।
দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের দেখা গেছে। তাদের প্রত্যাশা, দেশের আপামর জনগণের চাহিদা নিরুপণ করে রাষ্ট্র সংস্কার ও গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারুন্য নির্ভর এই দলটি।