জেড নিউজ, ঢাকা।
সরকারের উপদেষ্টা থাকাকালীন সময়ের সম্পদের হিসাব দিয়েছেন নাহিদ ইসলাম। ব্যাংক হিসাবের পাশাপাশি তিনি জানিয়েছেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তার বা তার পরিবারের কোনো সদস্যের নামে দেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই এবং কেনাও হয়নি।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। নতুন রাজনৈতিক দলে অংশ নিতে তিনি পদত্যাগ করেছেন।
নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লেখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের উদ্দেশ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। সেই অ্যাকাউন্টে ২১শে আগস্ট ২০২৪ থেকে ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করেছেন। যেখানে ১০,০৬, ৮৮৬ টাকা জমা হয়েছে এবং ৯,৯৬, ১৮৮ টাকা তোলার হিসাব দেখিয়েছেন তিনি। সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া তার অন্য কোনো অ্যাকাউন্ট নেই- এমন কথাও উল্লেখ করেন নাহিদ ইসলাম।