জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর।
জাহিদুর রহিম অঞ্জনের ছোট ভাই সাজ্জাদুর রহিম জানান, কয়েক বছর ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন। কয়েক মাস ধরে বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহেই তার লিভার ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই মারা যান এই গুণী নির্মাতা।
গত জানুয়ারি থেকে বেঙ্গালুরুতে ছিলেন জাহিদুর রহিম অঞ্জন। ১৯ ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয়। মূলত অপারেশন–পরবর্তী জটিলতায় মারা যান। সাজ্জাদুর রহিম জানান, পরিবারের পক্ষে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হয়ছে। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করতে সম্ভবত দুই–তিন দিন লেগে যেতে পারে।