জেড নিউজ, ঢাকা।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রতিদিন পোস্টমর্টেম করে চলেছে বাংলাদেশের রাজনীতির। তাদের সংবাদ উপস্থাপনের ধরণ দেখেই বোঝা যায় যে, কোন একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নই তাদের উদ্দেশ্য।আর কতোদিন শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করে বা ভারত সরকারের বিরোধীতা করে একটা দেশ চলতে পারে!! বাংলাদেশ নিয়ে এমন বিষ্ময়কর মন্তব্য শোনা যায় ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন বাংলার সংবাদে।
খবরে তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা বর্ননায় বলছে- বাংলাদেশ ধ্বংসের দিকে যাচ্ছে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন না হলে পণ্য রপ্তানী বন্ধ করবে ভারত। ফলে না খেয়ে থাকতে হবে এদেশের মানুষকে, তৈরী হবে নানা সংকট।
একই সাথে বলা হয় শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করায় এদেশের এমন পরিনতি। অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে এ দেশের ছাত্র-জনতার অভ্যুত্থানকে অবজ্ঞা করছে তারা। এমন আচরণের মাধ্যমেই তারা প্রমান করছে যে ভারত বাংলাদেশের জনগনের নয় শুধুমাত্র আওয়ামী লীগেরই বন্ধু হয়ে উঠেছে।