জেড নিউজ
যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের সাথে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় পরিবর্তনের দিবা স্বপ্ন রচনা করছে ভারতীয় মিডিয়াগুলো। নিউজ এইটিন বাংলা বলছে- ট্রাম্প মসনদে বসার আগেই মাথায় হাত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের, সরতে হচ্ছে মার্কিন কূটনীতিককে।
মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই মার্শা বার্নিকাটসহ বেশ কিছু কুটনীতিককে দায়িত্ব থেকে সরিয়ে নিজ অনুগতদের নিয়োগের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সরকার প্রধান হিসেবে নিজ অনুগতদের নিয়োগ দেয়ার রীতি প্রচলিত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই ধারাবাহিকতায় এমন সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।কিন্তু এ ঘটনাকে নিয়ে নিজেদের স্বার্থে মনগড়া সংবাদ প্রচার করছে ভারতীয় মিডিয়াগুলো। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতন হলে ছাত্রদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। এতে বিদেশী কোন রাষ্ট্রের হস্তক্ষেপ ছিলো না। যুক্তরাষ্ট্রের সরকার বা প্রশাসনিক কোন পরিবর্তন বাংলাদেশে প্রভাব ফেলবে না বলে মন্তব্য বিশ্লেষকদের।