জেড নিউজ
মুখোশের আড়ালে এক ভয়ঙ্কর দস্যু, হাসিনার অন্যতম সহযোগি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। দেশের আর্থিক খাতের অন্যতম এই মাফিয়া দেশ ছেড়ে পালিয়ে যান ৩ আগস্ট। তবে দেশে এখনো বহাল তবিয়তেই রয়েছে তার সম্রাজ্য। তার সম্পদের পাহাড় পাহারা দিচ্ছেন পুরনো পাহারাদাররাই।
এই রাঘব বোয়ালকে করা হয়েছিলো শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসির চেয়ারম্যান। বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া তিন মাসের মধ্যেই তিনি বিও একাউন্ট খুলে শুরু করেন শেয়ার ব্যবসা। পদে থেকে তিনি শেয়ার কারসাজির অন্যতম হোতা আবুল কাশেম হিরোর সঙ্গে মিলেই করেন গড়েন সিন্ডিকেট। তারপর তথাকথিত ‘হট আইটেম’প্রতারণা করে অল্প সময়েই বনে যান টাকার কুমির।
মঙ্গলবার একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদন বলছে, ২০২০ সালের মে মাসে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার সময়ই ঋণখেলাপি ছিলেন অধ্যাপক শিবলী। এমনকি চেয়ারম্যান হওয়ার দুই বছর পর্ন্ত তিনি ঋণখেলাপিই ছিলেন। বিদ্যমান আইনে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার কথা।
দীর্ঘ ওই প্রতিবেদনে হাসিনার ফ্যাসিবাদী শাসনের অন্যতম এই সহযোগির শেয়ারবাজার কেলেঙ্কারির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, শেয়ার বাজারের বাইরেও শেখ রেহানার হয়ে ব্যাপক দুর্নীতি করেছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তবে ৫ আগস্টের পর দেশের অনেক কিছুই পরিবর্তন হলেও অক্ষত রয়েছে তার সেই অর্থ সাম্রাজ্য।