জেড নিউজ
অবশেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় বুধবার বেলা ২ টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের রয়্যাল অ্যাম্বুলন্সটি অবতরণ করে। এসময় খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।এসময় বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধু ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এদিকে সঙ্কট-সমস্যার দীর্ঘ বন্ধুর পথ পেরিয়ে মা খালেদা জিয়া ছেলের কাছে পৌঁছলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হুইল চেয়ারে বসা মাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। চোখে-মুখে উচ্ছ্বাস, আনন্দাশ্রুতে ভেসে যায় মিলনমেলা। খুশির ঝিলিক ছড়িয়ে পড়ে সবার মাঝে।খালেদার আগমন উপলক্ষ্যে আগে থেকেই লন্ডনে উৎসবের আমেজ বয়ে যায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে। বিমানবন্দরের বাইরে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি বাংলাদেশিদের ভিড়ও লক্ষ্য করা যায়।
এর আগে মঙ্গলবার রাতে প্রায় ৭ বছর পর চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবকে তিন বারের সফল এই প্রধানমন্ত্রী।জানা গেছে, বিমান বন্দর থেকেই খালেদা জিয়াকে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হবে। পরবর্তীতে লন্ডন ক্লিনিক সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হতে পারে।