Sunday, April 20, 2025
More
    Homeঅন্যান্যশীতে ত্বকের যত্ন

    শীতে ত্বকের যত্ন

    জেড নিউজ ডেস্ক

    শীতকালে বাতাসের হিম ছোঁয়ায় প্রকৃতির সঙ্গে ত্বকও হয়ে পড়ে প্রাণহীন নির্জীব। ধুলাবালু, শুষ্ক বাতাস, কখনো মাথার ওপরের কড়া রোদ ত্বককে করে তোলে প্রাণহীন ও মলিন। অতিরিক্ত রুক্ষতা থেকে বাঁচতে এ সময় ত্বকের চাই বিশেষ যত্ন। তাই র্পালারে মাসে অন্তত একবার ফেসিয়াল করানো যেতে পারে তবে এই আবহাওয়ায় কোন ধরনের ফেসিয়াল উপযুক্ত হবে ত্বকের জন্য, তা বোঝেন না অনেকেই । আবার বাড়িতেও কেমন ফেসপ্যাক ব্যবহার করা যায় বা কোন কোন উপাদান এই আবহাওয়ায় ত্বকের জন্য ভালো তা জেনে রাখা ভালো। কেননা, গরমে যেসব উপকরণ ব্যবহার করা যায়, তা হয়তো এই সময় উপযোগী না-ও হতে পারে।

    ফেসিয়ালের মূল কাজ হলো ভালো করে ত্বক পরিষ্কার করা এবং আর্দ্রতা জোগানো। শুষ্ক আবহাওয়ায় ত্বকের লোমকূপগুলো বন্ধ হয়ে যায়। এ কারণে ত্বকে খসখসে অমসৃণ একটা ভাব চলে আসে, হাত-পা ফেটে যায়। তাই শীতে ত্বকের যত্নে ফেসিয়াল করা অনেক বেশি প্রয়োজন। ফেসিয়ালে ম্যাসাজ করার ফলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। তাই ত্বকে বয়েসের ছাপ পড়ে না সহজে। এর ফলে মরা কোষ উঠে যায়, ব্ল্যাক হেডস দূর হয়, ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে প্রাণহীন মলিন ত্বকে এনে দেয় সতেজতা।

    * ত্বক সুন্দর ও প্রাণবন্ত রাখতে সপ্তাহে দুই দিন হালকা স্ক্রাব করা যেতে পারে। যাঁদের ত্বক স্বাভাবিক, তাঁরা     টকদই, মধু ও চালের গুঁড়া একত্রে মিশিয়ে ত্বকে হালকা করে ঘষে নিয়ে কুসুম গরম পানিতে ত্বক ধুয়ে নিবেন।
    * তৈলাক্ত ত্বক হলে মধু, লেবুর রস, ডিমের সাদা অংশ মিশিয়ে পেস্ট তৈরি করে পুরো মুখ ও গলায় লাগিয়ে  ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।* যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা টকদই, মধু, দুধ, চালের গুঁড়ার সঙ্গে কাঠবাদামের তেল ব্যবহার করতে পারেন। এতে শুষ্ক ভাব চলে গিয়ে ত্বকে উজ্জ্বলতা ফিরে আসবে।
    * শুষ্ক ত্বকে ফেসপ্যাক হিসেবে দুধের সর, মধু, টমেটো, লাল আটার একটি পেস্ট তৈরি করে ১৫ থেকে ২০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। পরে ধুয়ে নিন। শুষ্ক ভাব চলে গিয়ে ত্বক মসৃণ ও কোমল হবে।
    * তৈলাক্ত ত্বকে শসা, আটা ও কাঁচা হলুদ মিশিয়ে ত্বকে লাগালে তৈলাক্ত ভাব চলে যাবে। যাঁদের ব্রণ আছে, তাঁরা একটু নিমপাতা লাগালে উপকার পাবেন।

    এ ছাড়া রাতের বেলা হাত-পা ভালো করে ধুয়ে গ্লিসারিন, গোলাপজল ও অলিভ অয়েল সমপরিমাণ নিয়ে ভালো করে মিশিয়ে হাতে-পায়ে বা পুরো শরীরে লাগিয়ে ঘুমালে শুষ্ক ভাব আর থাকবে না। আর যাঁদের হাত-পা একটু বেশি শুষ্ক বা ফেটে গিয়েছে, তাঁরা পেট্রোলিয়াম জেলির সঙ্গে খানিকটা লোশন মিশিয়ে হাতে-পায়ে লাগাতে পারেন। রাহিমা সুলতানা জানান, সকালবেলা এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা-চামচ মধু আর আধা চা-চামচ লেবুর রস মিশিয়ে খেলে ত্বক সজীব থাকবে এবং উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। ত্বক ভালো রাখতে শাকসবজি, স্যুপ বা পানি-জাতীয় খাবার প্রতিদিন খেতে হবে।

    সর্বশেষ

    হাতিরঝিলে যুবদল কর্মীকে দুর্বৃত্তের গুলি

    রাজধানীর হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক...

    আনিসুল, দীপু মনি, সালমান, পলকসহ ১৯ জন ট্রাইব্যুনালে

    জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার পতিত...

    গাজায় স্বপ্নভঙ্গের আর্তনাদ: বোমারু বিমানে ছিন্নভিন্ন ফটো সাংবাদিক ফাতেমা

    জেড নিউজ ডেস্ক গাজার তরুণ ফটো সাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন,...

    ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন...

    আরও সংবাদ

    হাতিরঝিলে যুবদল কর্মীকে দুর্বৃত্তের গুলি

    রাজধানীর হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক...

    আনিসুল, দীপু মনি, সালমান, পলকসহ ১৯ জন ট্রাইব্যুনালে

    জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার পতিত...

    গাজায় স্বপ্নভঙ্গের আর্তনাদ: বোমারু বিমানে ছিন্নভিন্ন ফটো সাংবাদিক ফাতেমা

    জেড নিউজ ডেস্ক গাজার তরুণ ফটো সাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন,...