জেড নিউজ ডেস্ক।
বাংলাদেশে সংল্যালঘু নির্যাতনের ধুয়া তুলে ভারত ও তার এদেশীয় দোসররা যখন অস্থিরতা সৃষ্টি করছে, ঠিক সেই সময় মুসলমানসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্মম নিপীড়ন চালাচ্ছে মোদি সরকার। দেশটিতে মসজিদ ভেঙে বানানো হচ্ছে মন্দির। মুসুল্লীদের হত্যা করা হচ্ছে মসজিদের ভেতরেই।
সম্প্রতি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি রেখেছে সেখানকার রাজ্য সরকার। অথচ বাংলাদেশের সিলেট লাগোয়া ওই জেলাটির অন্তত ৫৫ শতাংশ বাসিন্দাই মুসলমান।
ভারতে এসব সংখ্যা লঘু নির্যাতন নিয়ে সেখানকার হিন্দুদের টু-শব্দ নেই। এমনকী এড়িয়ে যাচ্ছে দেশটির গণমাধ্যমও। বাংলাদেশী গণমাধ্যমেও এ নিয়ে তেমন তথ্য আসছে না। অথচ বাংলাদেশে কোনো ঘটনা না ঘটলেও কেবল গুজব দিয়ে হিন্দুদের উত্তেজিত মরিয়া হয়ে উঠে ভারত।
৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ভারত এই অঞ্চলে তাদের ভৃত্য হারানোর শোকে কাতর। মূলত ভূ-রাজনীতি ও অন্যায্য সুবিধা হাতছাড়া হওয়ায় শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে ভারত ফের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।