ভারত বিরোধিতার কারণে ক্ষমতা হারাতে হয়েছে বলে মন্তব্য করেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সহিংস বিক্ষোভে ক্ষমতা হারিয়ে বর্তমানে নেপাল সেনাবাহিনীর শিবপুরী ব্যারাকে অবস্থান করছেন বলে গত বুধবার জানিয়েছেন তিনি। যদিও মঙ্গলবার একাধিক প্রতিবেদন দাবি করা হয় যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।
অনলাইন সংবাদ মাধ্যম উইওয়ানে এক প্রতিক্রিয়ায় তিনি ক্ষমতা হারানোর জন্য ভারতের উপর দায় চাপান। এদিনও স্বভাব অনুযায়ী ভারতবিরোধী বক্তব্য দেন তিনি। দাবি করেন, অযোধ্যায় ভগবান রামের জন্ম হয়েছে- এই দাবির বিরোধিতা করেছিলেন। এ জন্য তাকে ক্ষমতা হারাতে হয়েছে।
ওলি বলেন, যদি তিনি লেপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নিয়ে ভারতের সঙ্গে বিরোধিতার প্রশ্ন না তুলতেন, তাহলে হয়তো ক্ষমতায় টিকে থাকতে পারতেন।
এক চিঠিতে ওলি লিখেছেন, আমি দৃঢ়ভাবে বলেছিলাম যে লেপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নেপালের অংশ। যদি তার এ অবস্থান থেকে তিনি সরে যেতেন, তাহলে অনেক সুবিধা পেতেন। যদি তিনি লিম্পিয়াধুরাসহ নেপালের মানচিত্র জাতিসংঘে না পাঠাতেন, বা অন্যদের হাতে সিদ্ধান্ত ছেড়ে দিতেন, তাহলে হয়তো তার জীবন একেবারেই ভিন্ন হতে পারত। কিন্তু তিনি দেশের জন্যই এসব কিছু করেছেন দাবি করেছেন তিনি।
জেড নিউজ, ঢাকা।