ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের আগস্টে দেশ ছেড়ে পালান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এক বছরের মাথায় ঠিক একই পথে হাঁটলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন। জনদাবি উপেক্ষা করতে গিয়েই তার এই পরিণতি হয়েছে। এমন তথ্য উঠে এসেছে এনডিটিভির প্রতিবেদনে।
বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন ও প্রাণহানি সত্ত্বেও শিক্ষার্থীরা পিছু হটেনি। নেপালেও আন্দোলনের নেতৃত্ব দেয় তরুণ প্রজন্ম, যাদের বলা হচ্ছে “জেন জি”। গত ৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ থেকেই দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের মধ্যে “নেপো কিডস” স্লোগান ব্যাপক জনপ্রিয় হয়।