এসেছে শরৎকাল। শ্রাবণের মুষলধারায় বৃষ্টি শেষে নীল আকাশে শুভ্রমেঘ -রোদের লুকোচুরি আর ঝলমলে প্রকৃতি নিয়ে হাজির এ ঋতু। নিসর্গের বুকে শরৎ নিয়ে আসে অন্য রকম এক শোভা।
শরৎ মানেই উৎসবের আবহ, আর এ ঋতুর প্রধান আকর্ষণ দুর্গোৎসব, যাকে শারদীয় উৎসবও বলা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বছরব্যাপী প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই গগনে পবনে মুখরিত হচ্ছে দেবী দূর্গার আগমন-ধ্বনি।
সারা দেশে মণ্ডপে মণ্ডপে পুরোদমে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। বেশিরভাগ মণ্ডপেই প্রতিমার কাঠামো তৈরি হয়ে গেছে। এখন চলছে রং-তুলির আঁচড়। আলোকসজ্জা ও সাজসজ্জার কাজও চলছে পুরোদমে। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।
এবার সারাদেশে আনুমানিক ৩১,৫৭৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
তিনি জানান, এবার পূজামণ্ডপের নিরাপত্তায় সার্বিকভাবে সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। বিশেষ করে, সীমান্ত এলাকার মণ্ডপগুলোর মূল নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বিজিবি। একই সাথে, পূজামণ্ডপের আশেপাশে কোনো অবৈধ মেলা বসতে দেওয়া হবে না। গত সোম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজোর মধ্যদিয়ে দুর্গাপূজা শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব।
জেড নিউজ, ঢাকা।