জেড নিউজ ডেস্ক।
গানটিতে কন্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী।
মন ভাঙ্গার কারিগর খ্যাত সোহেল দেওয়ান। সম্প্রতি বরাবরের মত সেরা জুটি অভাগারে জন্মের মতো ভুলে শিরোনামের গানে কাজ করেছেন তারা । গানটির কথা ও সুর করেছেন সামরান আহম্মেদ মিলনগানটি প্রকাশিত হবে কালার ভয়েস ইউটিউব চ্যানেলে।
অসাধারণ কথা মালার এই গানটি যে কারোরই হৃদয় ছুঁয়ে যাবে। গানটির সংগীত করেছেন সম্রাট আহমেদ মিক্স মাস্টার করেছন সালমান শেখ।
মিউজিক ভিডিও তে মডেল ছিলেন সময়ের জনপ্রিয় মডেল মহিমা চৌধুরী ও আরমান । গান নিয়ে সোহেল দেওয়ান জেড নিউজ কে বলেন- গানের কথা ও টিউন শুনে গানটি গাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি। অতপর গানটি সামরান আহম্মেদ মিলন আমাকে কাজ করার জন্য বলেন সব মিলিয়ে গানটি দারুন হয়েছে। শ্রোতাদের কাছ থেকে খুব সাড়া পাওয়ার আসা রাখছি।