ভারতের গুজরাট থেকে আটক ২৫০ জন কথিত অবৈধ বাংলাদেশি নাগরিককে অভূতপূর্ব নিরাপত্তায় বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভাদোদরা বিমান ঘাঁটি থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান ব্যবহার করে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টিভি।
দাবি করা হয়েছে, নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানান্তরের সময় সকল বাংলাদেশি নাগরিকের হাতকড়া পরানো ছিল। রাজ্যটির বিভিন্ন স্থান থেকে বাসে করে পুলিশ পাহারায় তাদের বিমানবন্দরে আনা হয়েছিল বলে জানানো হয়। তবে তাদের বাংলাদেশে কোথায়, কোন সীমান্ত বা বিমানবন্দর দিয়ে পাঠানো হয়েছে, এবং বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের গ্রহণ করেছে কিনা, সেসব ব্যাপারে ইন্ডিয়া টিভির প্রতিবেদনে কিছু জানানো হয়নি।
সম্প্রতি, গুজরাটে বসবাসকারী কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয় বলে জানা গেছে। গত দুই মাসে গুজরাটে অবৈধভাবে বসবাসকারী ১,২০০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে গুজরাট সরকার সমস্ত অবৈধ বিদেশি নাগরিকদের বহিষ্কারের অভিযান জোরদার করেছে।
জেড নিউজ, ঢাকা।