সিনেমার বাইরে ব্যক্তিজীবন নিয়ে মাঝে মধ্যেই আলোচনায় থাকেন সুপারস্টার শাকিব খান। একইভাবে সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়েও সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেতা।
ঢালিউড সুপারস্টার বলেন, আমাদের দেশে তো সব সেক্টরে সংস্কার কাজ চলছে। বিশ্বাস ছিল আমাদের ভাবনাতেও সংস্কার প্রতিফলিত হবে। এমন প্রেক্ষাপটে দলমত নির্বিশেষে, জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদদের যেমন স্মরণ করা উচিত, একইভাবে দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদেরও সম্মান জানানো উচিত। তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন করা কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা ঠিক নয়।
শাকিব খান বলেন, দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান ও ত্যাগ শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এ থেকে বিরত থাকা উচিত। যারা এই দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা সবার নৈতিক দায়িত্ব।
ফেসবুক পোস্টের ব্যাপারে এ তারকা বলেন, আমার সম্প্রতি দেওয়া পোস্ট কাউকে মনঃক্ষুণ্ন করার উদ্দেশ্য ছিল না। এ নিয়ে যারা বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন, তা একদমই গ্রহণযোগ্য নয়। আমার শ্রদ্ধা, ভালোবাসা ও কর্ম সবসময় দেশ ও দেশের মানুষের জন্য।