বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে হত্যাকাণ্ড থামছেই না। এটি যেন এক অমীমাংসিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না বললেও বাস্তবতা ভিন্ন। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানে দেখা যায়, গত ১০ বছরে বিভিন্ন সীমান্তে বিএসএফ-এর গুলিতে ৩১৩ বাংলাদেশি নিহত হয়েছেন, পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৩৩০ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে সাত বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।
সীমান্ত হত্যার এমন চিত্র শুধু দুই দেশের সম্পর্ককেই প্রশ্নবিদ্ধ করছে না, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নৈতিকতার ক্ষেত্রেও চ্যালেঞ্জ সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে বাংলাদেশ ও ভারত শুধু সম্মতই হয়, তবে সহিংসতা থামেনা। বিএসএফ বন্ধ করেনি মারণাস্ত্রের ব্যবহার। সীমান্ত হত্যা শূন্যে আনতে হলে ভারতকে আন্তর্জাতিক চাপে রাখতে হবে বলেও মত দেন তারা।
বিএসএফ-এর গুলি, নির্যাতনের ঘটনা সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে দিন দিন ক্ষোভ ও হতাশা বাড়াচ্ছে।
জেড নিউজ, ঢাকা।