জেড নিউজ,
বাজারে এলো জনপ্রিয় গীতিকার ও সুরকার হুমায়ুন এর নিজ কণ্ঠে গাওয়া নতুন গান আমারে মাইরা ফালা। কালার ভয়েজ এর ব্যানারে প্রকাশিত গানটি দর্শকপ্রিয়তা পাবে বলে আশা করছেন এর প্রকাশক ও গায়ক। গানটির মিউজিক ভিডিও করেছেন আল আমিন মাসুদ। এন এ ফরহাদের মিউজিকে গানটির মডেল হয়েছেন সাথী খান আরমান ও প্রিন্স। গানটি কালার ভয়েজ ইউটিউব চ্যানেল এ প্রকাশিত হয়েছে।