চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিরোচিত অবদান রাখা ছাত্রনেতাদের মধ্যে অন্যতম হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনের সময় তার প্রতিটি সাহসী পদক্ষেপ রাজপথে থাকা ছাত্র-জনতাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে প্রেরণা যোগায়। এমনকী অভ্যুত্থান পরবর্তী সময়ও বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে হাসনাতের ভূমিকা ছিলো প্রশংসনীয়।
সূত্র বলছে, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের চোখে তাদের পতনের জন্য সবচেয়ে জোরালো ভূমিকা ছিলো এই হাসনাতের। যে কারনে তাদের টার্গেটেও রয়েছে সে। বিভিন্ন অনলাইন গ্রুপে হাসনাতকে টার্গেট করে নানা ষড়যন্ত্রও করছে আওয়ামী সন্ত্রাসীরা।
তবে এবার সেই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে প্রকাশ্যে। রবিবার গাজীপুরে একটি সমাবেশ শেষ ফেরার পথে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। রক্তাক্ত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ক্ষত-বিক্ষত হয়েছে তার ব্যবহৃত গাড়িটিও।
এদিকে হাসনাতের ওপর হামলার ঘটনায় রবিবার রাতেই বিক্ষোভ হয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাতের পক্ষে দাঁড়িয়েছেন লাখ লাখ মানুষ। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবারের ওই হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে গাজীপুর পুলিশ। তাদের বিরুদ্ধে দ্রুতই সরকার আইনানুগ ব্যবস্থা নেবে জানিয়েছে তারা।
জেড নিউজ, ঢাকা।