জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হয়ে অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এদের মধ্যে ৯ শতাধিক মানুষ চিকিৎসা নেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে। যেখানে আহত ১৭ জনের একটি করে পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়। আর তিনজনের একটি করে হাত কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে দেয়া জবানবন্দিতে এ তথ্য জানান, পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সিরাজুস সালেহীন।
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে করা একটি মামলায় সাক্ষী হিসেবে সিরাজুস সালেহীন এই জবানবন্দি দেন। মঙ্গলবার এ মামলায় ১৪তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।
মামলার জবানবন্দিতে সিরাজুস সালেহীন, গত বছরের ১৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সময়ে হাসপাতালে আনা ব্যক্তিদের মধ্যে আটজন মারা যান বলে উল্লেখ করেন। এরমধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি ছয়জন অস্ত্রোপচারের পর মারা যান।
জেড নিউজ, ঢাকা।