জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে হঠাৎ আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ায় বৈঠক থেকে বের হয়ে গেছেন রাজনীতিবিদরা।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ ঘটনা ঘটে।
বৈঠক চলাকালেই ফায়ার সতর্কতা সক্রিয় হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। তখন রাজনীতিকরা হুড়োহুড়ি করে নিচে নেমে গিয়ে নিরাপদে অবস্থান নেন।
এ সময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানান।
ধারণা করা হচ্ছে, ভবনের কোনো অংশে কেউ সিগারেট বা আগুনের কোনো কিছু ফেলে থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।