বিগত আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির গড ফাদার মোতাজ্জরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার গভীর রাতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। ডিবিরর যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, মিঠুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা রয়েছে।
মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি স্বাস্থ্যখাতের বিভিন্ন প্রকল্পে অনিয়ম, টেন্ডার জালিয়াতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে হাজার কোটি টাকা লোপাট ও বিদেশে পাচার করেছেন। সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।