অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশ্না হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় এক হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলায় এই অভিনয়শিল্পীদের আসামি করা হয়েছে।
মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেছেন, ‘সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান। আদালতের আদেশের কপি পেয়েছি আমরা। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
জানা যায়, গত মাসে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি। আদালতের নির্দেশে ভাটারা থানায় এই আবেদন এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হচ্ছে।
মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।
মামলায় আরো আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, আশ্না হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।
জেড নিউজ, ঢাকা।