ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাভাষীদের ধরে সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। ভারত মূলত বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির নতুন কৌশল হিসেবে এই ‘পুশইন’ শুরু করেছে। যাদের মধ্যে বাংলাদেশি, রোহিঙ্গা এবং অজ্ঞাত পরিচয়ের লোকও রয়েছে। বুধবার মধ্য রাত থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত কয়েক ঘন্টার মধ্যেই বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ৯৬ জনকে পুশইন করেছে বিএসএফ।
এরমধ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে অন্তত ১১ জন নারী-শিশু, পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট ২১ জন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ জন, খাগড়াছড়ির রামগড় সীমান্তে ৫ জন এবং কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ৫২ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। আটকরা বলছে, তাদের চোখ বেঁধে দূরবর্তী অঞ্চল থেকে এনে নির্জন সীমান্তে ফেলে দেওয়া হয়েছে। তারা দীর্ঘদিন ভারতে বসবাস করছেন। এদের মধ্যে রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিকও রয়েছে।
সীমান্তে অস্থিরতা সৃষ্টির লক্ষেই বিএসএফ এমনটি করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে, ভারত সরকার এই পদক্ষেপকে “ফেরত পাঠানো” বলে দাবি করলেও এটি সুপরিকল্পিত রাজনৈতিক চাপ তৈরিরই কৌশল।
জেড নিউজ, ঢাকা।