সীমান্তে পুশইন বাড়লেও নিরাপত্তার কোনো অভাব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । বুধবার রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সীমান্তে পুশইন বৃদ্ধি পেয়েছে। তবে তারাতো আমাদের দেশেরই লোক। আমরা ভারতকে বলেছি আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অবৈধ বসবাসকারীদের ফেরত পাঠানোর জন্য।কিন্তু তারা সেটা করছে না। এটি নিয়ে বৈঠক হয়েছে। তবে সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই। আমার বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। কোনো অশান্তি বর্ডারে হবে না।
এছাড়া অনুষ্ঠানে কারাগারকে ‘কারেকশন সেন্টার’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ।যেখানে বন্দীরা কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। যাতে তাদের পরিবারের ভরণপোষণ সহজ হয়।
পাশাপাশি ঈদ-উল-আজহার নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, আসন্ন ঈদ এবং দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি অতীতের তুলনায় গতবার বেশ ভালো ছিল। এবারও ভালো যাবে।
জেড নিউজ , ঢাকা ।