জেড নিউজ, ঢাকা
ভারতীয় বার্তা সংস্থা এনআই দাবী করছে- সীমান্তের কাছে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ। এনআই বলেছে, তুরস্কের তৈরি টিবি-টু বায়রাক্টার ড্রোনগুলো নজরদারি কর্মকাণ্ডের জন্য ভারতীয় সীমান্তের কাছাকাছি পরিচালনা করা হচ্ছে।
সাধারণত অবৈধ অনুপ্রবেশ-সীমান্তে সন্ত্রাসী কর্মকান্ড রোধসহ সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এ ধরণের নজরদারি করা হয়।
কিন্তু এ ঘটনাকে নিয়ে রুপকথার গল্প ফাঁদছে ভারতীয় গণমাধ্যমগুলো। নানান মিথ্যাচারের মাধ্যমে তারা বলছে- সীমান্তে উড়ছে টার্কির ড্রোণ, পাকিস্তানের কোন চালে বাংলাদেশের পাশে চীন? তারা আরো বলছে- পাকিস্তানের প্যাঁচে বাংলাদেশে হেরে গেলো ভারত।
বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ, পলাতক গণহত্যাকারীদের আশ্রয় প্রদান, ভিসা বন্ধকরণসহ নানা কারণে ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটে বাংলাদেশের। বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়ায় দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী চীন। আর পাকিস্তানের সাথেও উন্নয়ন হয়েছে বানিজ্যিক সম্পর্কের। যা মেনে নিতে পারছে না ভারত।