আবারও বর্বরতার পরিচয় দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। হত্যার পর তার লাশ ইছামতি নদীতে ফেলে দেওয়া হয়।
শুক্রবার দুপুরে হুদাপাড়া গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে লাশ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশের বিষয়টি নিশ্চিত করে।
জানা যায়, গত ৮ এপ্রিল ওয়াসিমসহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ভারত থেকে ফেরার সময় বিএসএফ তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত এক দশক ধরে সীমান্তে এভাবেই বর্বরতার পরিচয় দিয়েছে ভারতীয়রা। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র জানায়, গত এক দশকে সীমান্তে ২৯৩ বাংলাদেশিকে শুধু গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী – বিএসএফ।
জেড নিউজ, ঢাকা।