সোমবারের উত্তরা ট্রাজেডির পর এবার আলোচনায় আসছে হাসিনার আমলে প্রতিরক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গ। দীর্ঘ পনের বছরে দফায় বাজেট বাড়ানো হলেও সামরিক সরঞ্জাম কেনা হয়নি। বিশ্ব যখন নিত্য নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা খাতে শক্তিশালী হয়েছে তখন বাংলাদেশ রয়ে গেছে সেই পুরণো সেকেলে যুগে।
বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন কলেজের উপর আছড়ে পড়ে সেটি ছিলো চীনের তৈরি এফটি-৭ বিজিআই যুদ্ধ বিমান। যেটি কেনা হয় ১৯৭৬ সালে। অথচ হাসিনার তিন মেয়াদে সামরিক খাতের উন্নয়নের গালগল্প শোনা গেলেও প্রশিক্ষণ-প্রতিরক্ষার পুরো খাতটিই ছিলো অবহেলিত।
সূত্র বলছে, ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের আগে সামরিক খাতে বাজেট ছিলো ৭ হাজার কোটি টাকা। যা হাসিনার সর্বশেষ বাজেট ২০২৩-২৪ অর্থ বছরে এসে দাঁড়ায় ৪২ হাজার কোটি টাকায়। বিপুল এই বাজেট থেকে ব্যাপক লুটপাট হলেও সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধি কিংবা সামরিক সক্ষমতা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
উল্টো ভারতের প্রত্যক্ষ মদদে পিলখানা হত্যাকান্ড একই সঙ্গে অনুগতদের দিয়ে হাসিনার ব্যাপক লুটপাট প্রতিরক্ষা শক্তি খর্ব করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জেড নিউজ, ঢাকা