২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে উদ্যোগী সরকার। তাই শহীদদের স্মারক এবং বিগত সরকারের নিপীড়নের বিভিন্ন ঘটনা জনগণের সামনে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে ফ্যাসিস্ট হাসিনার সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তর করার প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার।
সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘর রূপান্তরের কাজ শেষ করতে সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল অংশের নির্মাণ ও সংস্কার কার্যক্রম সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এই কাজে ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা।
বৈঠক সূত্রে জানা গেছে, গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ রূপান্তরের সিদ্ধান্ত গত বছরের ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়। আগামী ৫ আগস্ট এই জাদুঘরের উদ্বোধন করা হতে পারে।
জেড নিউজ, ঢাকা।