আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে ছাত্র-জনতার ডাকে সারাদেশ যখন উত্তাল সে সময় আওয়ামী গুজব সেলের প্রধান ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত গুপ্ত বার্তায় বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা কারো নেই। আর এই আওয়ামী দালালের সেই গুজব বার্তা ফলাও করে প্রচারে নেমেছে ভারতীয় ভুইফোড় কিছু মিডিয়া।
ভারতীয় মিডিয়ায় প্রচারিত সেই বার্তায় আরাফাতকে বলতে শোনা যায় যে, দেশে এমন কোন শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এদেশের তৃণমূলের কোনায় কোনায় আওয়ামী লীগ রয়েছে। বাংলাদেশে রাজাকার-আলবদরা নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ নয়।
অডিও বার্তাটিতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়ে মিথ্যাচার করে আরাফাত বলেন- ড. ইউনূস প্রশাসনের বিভিন্ন জায়গায় তার পছন্দের লোকদের নিয়োগ দিচ্ছেন। পলাতক এই আওয়ামী দোসর আরো বলছেন, জুলাই হত্যাকান্ডের বিচারের নামে মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি-হয়রানি করছে সরকারের লোকজন।
মূলত গণহত্যার অপরাধে এদেশের রাজনীতি থেকে বিতাড়িত এই আওয়ামী দালাল বিদেশে বসে সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এসব অপপ্রচার করছে।
জেড নিউজ, ঢাকা।