দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় হাজার হাজার মানুষের গুম-খুন আর আর্তনাদ। চব্বিশের গণহত্যা। লুটপাট আর দু:শাসনের স্বর্গরাজ্য ছেড়ে এখন পলাতক শেখ হাসিনা ও তার দোসররা। অপরাধের দায়ে গণধিকৃত আওয়ামী লীগ প্রায় বিলুপ্তির পথে। এই অবস্থায় তাদের পক্ষে ফের সাফাই গাওয়ার চেষ্টা করছেন হাসিনার আমলে সুবিধাভোগীদের একটি অংশ।
অথচ বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় তাদেরও রয়েছে ভূমিকা। তারাও অপরাধী। এই অপরাধে তাদেরও ঠিকানা হতে পারতো কারাগার কিংবা রাতের আঁধারে ভাগ্যে হওয়ার কথা ছিলো সীমান্ত পার। কিন্তু সরকারের নমনীয়তার কারনে এখন তারা ফের খুনিদের পক্ষে সরব হচ্ছে অনলাইন-অফলাইনে।
সূত্র বলছে, আর্থিক সুবিধা নিয়ে এসব কথিত সুশীলদের একটি অংশ এখন খুনি হাসিনার পক্ষে মাঠে নামার চেষ্টা করছে। আগামী নির্বাচনে নৌকা কিংবা আওয়ামী ভোটারদের প্রতি অন্যায় করা হবে এমন আশঙ্কার কথাও বলছেন তারা। অথচ গণহত্যার পর দলটির বিচারের দাবিতে তাদের সরব হওয়ার কথা ছিলো।
সংশ্লিষ্টরা বলছেন, এসব সুশীলদের কেউ কেউ আওয়ামী লীগ আমলে নানা ভাবে নিগ্রহের শিকার হয়েছেন। তাদের এমন ভোল পাল্টানো নেহাতই কোনো স্বাভাবিক ঘটনা নয়। বরং এর পেছনে এক গভীর ষড়যন্ত্র দেখছেন তারা।
জেড নিউজ, ঢাকা।