প্রকল্পের দরপত্রে ১০ থেকে ১৫ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে হাজার কোটি টাকার কাজ বাগিয়ে পকেটে ভরেছেন শতকোটি টাকা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসসহ একাধিক স্থানে তাঁর সম্পদ রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন এ সব তথ্য জানান।
দুদকের দেওয়া অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম। টানা চারবারের এ সাংসদের মন্ত্রিত্ব না থাকলেও শেখ পরিবারের পরিচয়ে সর্বত্র প্রভাব বিস্তার করতেন। স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশ ছিল তাঁর নিয়ন্ত্রণে। বিশেষ করে বৃহত্তর ফরিদপুর, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সব উন্নয়নমূলক কাজ ভাগবাটোয়ারা করতেন। বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে নিতেন ১০ থেকে ১৫ শতাংশ কমিশন। তাঁর অনুমতি ছাড়া এসব অঞ্চলে ঠিকাদারি কাজের অনুমতি দেওয়া সম্ভব ছিল না।
৫ আগস্টে ক্ষমতার পালাবদলের পর তার বাড়ি থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নথিতে সরকারি ঠিকাদারি কাজের ভাগ বন্টনের প্রমান পাওয়া যায়। নিয়ম অনুযায়ী সরকারি কাজের দর প্রস্তাবের তথ্য প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাইরে অন্য কারও এটি জানার কথা নয়। কিন্তু সেলিম দরপত্রের বিস্তারিত তথ্য আগেই পেয়ে যেতেন। পরে প্রভাব খাটিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার ব্যবস্থা করতেন।
জেড নিউজ, ঢাকা।