নিজ উদ্যোগে সমাবেশ স্থলসহ আশপাশের এলাকা পরিষ্কার করছে সংগঠনটির নেতাকর্মীরা।
চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘ছাত্র সমাবেশে’ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শাহবাগে এ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। নিজ উদ্যোগে সমাবেশ স্থলসহ আশপাশের এলাকা পরিষ্কার করছে সংগঠনটির নেতাকর্মীরা।
রোববার (৩ আগস্ট) সকাল থেকে দেশের নানা প্রান্ত থেকে ছাত্রদলের কর্মীরা আসতে থাকে সমাবেশ স্থলে। দুপুরে পর থেকে ভরে যায় সমাবেশ এলাকা। বন্ধ করে দেয়া হয় ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্যভবন মোড়, দোয়েল চত্বর মোড় এবং কাঁটাবন মোড়। বিভিন্ন মোড়ে এলইডি মনিটর বসানো হয়। সোয়া ৩টায় সমাবেশ শুরু হয় প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব -এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় একে একে বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান খান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।
তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় ছাত্র সমাবেশটি। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সমাবেশ শেষ হতেই ঝাড়ু নিয়ে নেমে পড়েন নেতাকর্মীরা। সমাবেশ স্থলসহ এলাকায় পরিষ্কার কার্যক্রম চালান তারা।
সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালেহ্ আদনান তার কর্মীদের নিয়ে নিজে ঝাড়ু হাতে পরিষ্কার করছেন সমাবেশ স্থল।
তিনি জানান, শহরকে সুন্দর রাখতে হবে। লোক সমাগম হওয়ায় অনেক ময়লা-আবর্জনা হয়েছে। এগুলো পরিষ্কার করলে জনদুর্ভোগ থাকবে না। তাই, নেতাকর্মীদের সাথে পরিষ্কার করতে নেমে পড়েছি।