ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ রোববার (৩ আগস্ট) রাজধানীতে এক সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতা-কর্মীরা শাহবাগ এলাকায় আসতে শুরু করেছেন।
দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহবাগের দৃশ্যপট সকাল থেকে পুরোটাই বদলে গেছে। ছাত্রদলের কর্মীদের ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে যোগ দিচ্ছেন। মঞ্চ তৈরি এবং সাউন্ড সিস্টেম বসানোর কাজ শেষ হওয়ার পর থেকেই সমাবেশস্থল নেতা-কর্মীদের ভিড়ে ভরে যায়। তাদের কণ্ঠে শোনা যাচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগান। নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান বজায় রেখেছেন।
ছাত্রদলের এই সমাবেশকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখছেন নেতারা। তাদের দাবি, শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরতেই আজকের এই আয়োজন। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
শাজাহানপুর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সোলাইমান হোসেন সবুজ বলেন, সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে নেতা-কর্মীরা এসেছেন। আজ শাহবাগ জনসমুদ্রে পরিণত হবে। আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে শান্তিপূর্ণভাবে অবস্থান করবো।
কাফরুল থানা ছাত্রদলের আহ্বায়ক তানভীর হোসেন বাপ্পী বলেন, আমাদের সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সমাবেশে উপস্থিত থাকবে। যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং কোনো স্বৈরাচারী শক্তি পরিস্থিতি ঘোলাটে করতে না পারে।
নেতা-কর্মীরা বলছেন, শেষ পর্যন্ত তারা সমাবেশস্থলে থেকে তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে চান।