বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলকে বরণ করে নিল ইন্টার মায়ামি। শনিবার রাতে চেইস স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে ম্যাচের আগে জমকালো আয়োজনে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় দি পলকে।
দি পলের আগমনের ঘোষণা মায়ামি দিয়েছিল সিনেমার স্টাইলে। ‘দ্য ইঞ্জিন ইজ অন’— এই ক্যাপশনের ভিডিওতে গাড়ির স্টার্ট দেওয়ার শব্দ শোনা যায়। কাতার বিশ্বকাপে এমিলিয়ানো মার্তিনেজ তাকে ডেকেছিলেন ‘ছোট ইঞ্জিন’ নামে, তার সম্মানেই এই থিম।
এরপর আরও একটি হলিউডধর্মী ভিডিও প্রকাশ করে ক্লাবটি, যেখানে দি পলকে দেখা যায় শেরিফের পোশাকে— হাতে ব্যাজ, পায়ে কাউবয় বুট আর গলায় বিশ্বকাপ জয়ের স্মারক।
দি পল মাঠ ছাড়ার পর চলে যান স্ট্যান্ডে, যেখানে বসে ছিলেন লিওনেল মেসি। দুজনের মধ্যে জড়িয়ে ধরা, হাসিমুখে আলাপ— সেই পুরোনো আর্জেন্টাইন দৃশ্য যেন নতুন করে ফিরে এল মায়ামির মাঠে।
এর আগে ইন্টার মায়ামির অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে দি পল বলেন, ‘আমাকে টানে প্রতিযোগিতা। আমি চাই ইতিহাস গড়তে, শিরোপা জিততে। এই ক্লাব দ্রুত বড় হয়ে উঠছে, বিশ্বের নজর পড়েছে এখানে। ’
আতলেতিকো মাদ্রিদ থেকে আসা এই মিডফিল্ডার এখন খেলবেন বার্সা-দশকের সতীর্থ জর্দি আলবা, লুইস সুয়ারেজ, বুসকেতস এবং মেসির সঙ্গে। কোচ হিসেবে আছেন আর্জেন্টিনার সাবেক তারকা হাভিয়ের মাচেরানো।
সিনেমার মতো করে সাজানো পরিচিতি, মাঠে জনতার উল্লাস আর পুরোনো বন্ধুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসে থাকা— সব মিলিয়ে মায়ামিতে দি পলের অভিষেক যেন এক পরিপূর্ণ গল্পের শুরু।