জেড নিউজ, ঢাকা।
শপথের পরপরই বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ডেনাল্ড ট্রাম্প। তিনি ঠিক করেছেন, এতদিন যে সাহায্য বিভিন্ন দেশকে দেওয়া হত, তার বেশির ভাগই বন্ধ করে দেওয়া হবে। এর আলোকে মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়টি নিয়ে উচ্ছসিত ভারতীয় মিডিয়া বলছে- ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে বাংলাদেশের ইউনূস সরকার। ভারতীয় মিডিয়ার এমন সংবাদ দেখে মনে হয় যেনো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে বাস্তবতা হলো- শুধু বাংলাদেশে নয়, ইসরায়েল ও মিশর ছাড়া বিশ্বের সকল দেশেই ইউএসএআইডির সকল আর্থিক সহায়তা বন্ধ করা হয়েছে।
এর ফলে ভারতেও মার্কিন এ সংস্থাটির সহায়তা বন্ধ রয়েছে। কিন্তু তারা নিজেদের কথা না বলে বাংলাদেশে সহায়তা বন্ধের খবর ফলাও করে প্রচার করছে।