Monday, July 28, 2025
More
    Homeবিনোদনশিক্ষক মোশাররফ করিম সম্পর্কে যা বললেন কনা

    শিক্ষক মোশাররফ করিম সম্পর্কে যা বললেন কনা

    মোশাররফ করিমের ডাক নাম শামীম। আমরা শামীম ভাইয়া বলে ডাকতাম।

    আমরা কখনও ভাবিনি উনি এত বড় অভিনেতা হবেন। উনি খুবই রাখি স্যার ছিলেন। বাংলা এবং ইংরেজি পড়াতেন তিনি। ’ দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিষয়ে কথাগুলো বলেছেন শ্রোতাপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা।

    অভিনয়ে আসার আগে মোশাররফ করিম শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন এই খবর প্রায় সবার জানা। ই-হক কোচিং সেন্টারের নাখালপাড়া শাখায় পড়াতেন মোশাররফ করিম। সব ছাত্রছাত্রীরাই ছিলেন তার পড়ার খুব ভক্ত। তেমনই একজন শিক্ষার্থী ছিলেন গায়িকা কনা।

    সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণ করেন তিনি। কনার কথায়, দশম শ্রেণীতে পড়ার সময় ই-হক কোচিংয়ে ভর্তি হন কনা। সেখানেই অভিনেতা মোশাররফ করিমকে শিক্ষক হিসেবে পেয়েছিলেন এই গায়িকা।

    শিক্ষক মোশাররফ করিমের বিষয়ে কনা আরও বলেন, আমি শুরুতে খুব একটা প্রিয় ছিলাম না। কারণ আমি পড়ালেখায় খুব একটা ভালো না। ম্যাক্সিমাম সময় বকাবকির ওপরে থাকতাম। একদিন আমি ক্লাস মিস করলাম, অফিসে আমাকে ডেকে মোশাররফ ভাইয়া আড় চোখে তাকিয়ে বলল- ‘তুমি কাল আসো নাই কেন?’, আমি বললাম- ‘কাল বাংলা একাডেমিতে আমার একটা প্রতিযোগিতা ছিল এ জন্য আসতে পারিনি সরি। ’

    এরপর যোগ করে কনা বলেন, এরপর কিসের প্রতিযোগিতা এ সম্পর্কে বিস্তারিত বলার পর গান শুনতে চাইলেন, কী গান করেছি। এরপর ভয়ে তো দাঁড়িয়ে আছি, চোখ বন্ধ করে গাইলাম ‘খোল খোল খোল বধূয়া’ গানটি। এরপর আমার দিকে তাকিয়ে বলল, ‘খুব ভালো গাইছ, যাও’। এরপর থেকে পুরো কোচিংয়ে আমার টিট্রমেন্ট ভিন্ন হয়ে গেল। আটটার ক্লাস থাকলেও নয়টায় গেলেও ভাইয়া বলত, ‘হুম, সামনের বেঞ্চে বসো। আজকের ক্লাস ভক্তিমূলক গান দিয়ে শুরু করলে কেমন হয়?’

    বর্তমানে দেশের শোবিজের তুমুল জনপ্রিয় মোশাররফ করিম ও কনা। এ কারণে মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় তাদের। বর্তমান সময়ে দেখা হলে কী পরিস্থিতি হয় সেটা কনা বললেন এভাবে,  এখন যখন শামীম ভাইয়ের (মোশাররফ করিম) সঙ্গে দেখা হয়, তখন ফেল ফেল করে তাকিয়ে থাকে। মাথায় হাত দিয়ে বলবে, ‘কনা না? কত বড় হয়ে গেছ তুমি, এত বড় স্টার হয়ে গেছ!’ এমন একটা ভাব করে মনে হয় উনার চেয়ে বড় স্টার আমি।

    বলে রাখা ভালো, চলচ্চিত্রে কনার গাওয়া প্রথম হিট গান ‘প্রজাপতি’ সিনেমার ‘লাজুক পাতার মত লজ্জাবতী’ গানটি। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। যদিও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমাটির এই গানটিতে অভিনয় করেছিলেন জাহিদ হাসান ও চিত্রনায়িকা মৌসুমী।

    সর্বশেষ

    আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনের সমালোচনায় গুজব লীগ

    গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করার...

    কবি রজনীকান্ত সেনের জন্ম

    প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই...

    আমরা বিকৃত ইতিহাস থেকে সত্যকে উদ্ধার করতে চাই: আদিলুর...

    শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর...

    ‘সবটুকু দেবো’—মেসি ও মায়ামিকে দি পলের প্রতিশ্রুতি

    বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলকে বরণ করে নিল...

    আরও সংবাদ

    আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনের সমালোচনায় গুজব লীগ

    গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করার...

    কবি রজনীকান্ত সেনের জন্ম

    প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই...

    আমরা বিকৃত ইতিহাস থেকে সত্যকে উদ্ধার করতে চাই: আদিলুর...

    শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর...