সরকারি হিসাব বলছে, বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে অন্তত ১৫ লাখ রোহিঙ্গা শরণার্থী। যাদের ভারে এখন ভারাক্রান্ত কক্সবাজার এবং নোয়াখালী। বিপুল এই জনগোষ্ঠীর খাদ্য ও বাসস্থানের সংকুলান করতে হিমশিম খাচ্ছে সরকার। পরিস্থিতি উত্তরণে দীর্ঘদিন ধরেই চাওয়া হচ্ছে আন্তর্জাতিক সহায়তা।
তবে নানা কারনে এতোদিন বৈশ্বিক দৃষ্টি প্রায় সটকে পড়েছিলো রোহিঙ্গা শিবির থেকে। এতে বাড়ছিলো সঙ্কট, কমছিলো তাদের নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা। তবে সেই ম্রিয়মান সম্ভাবনাকে এবার জাগিয়ে তুলেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ও অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সংশ্লিষ্টরা বলছেন, তার উদ্যোগেই ফের রোহিঙ্গা ইস্যুতে সাড়া দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। সে কারনে চলতি বছরেই অন্তত তিনটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে।
এর মধ্যে আগামী ২৫ সেপ্টেম্বর রোহিঙ্গা ঢলের ৮ বছর পূর্তিকে সামনে রেখে সমুদ্র শহর কক্সবাজারে বসছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। রবিবার শুরু হওয়া এই সম্মেলনে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ খুঁজবে অন্তত ৪০টি দেশ।
সম্মেলনে এসব দেশের বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের আলোচনায় উঠে আসবে সঙ্কট থেকে উত্তরণে কি করনীয় সরকারের কিংবা কোন পথে এগোলে তাদের ফিরিয়ে নেবে মিয়ানমার সরকার।
জেড নিউজ, ঢাকা।