দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য বর্তমান সরকারের একটি অংশ পরিকল্পিতভাবে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না।
শনিবার (১২ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মোনায়েম মুন্না বলেন, রগ কাটা সংস্কৃতি কার? এটা জনগণ জানে। মিডফোর্ডের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যেভাবে অপদস্থ করা হয়েছে, তা রাজনৈতিক অপসংস্কৃতি ছাড়া কিছুই নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, এই ঘটনার পর এক এনসিপি নেতা আমাদের নেতা ইশরাককে উদ্দেশ্য করে তার লাশ কুকুর দিয়ে খাওয়ানোর হুমকি দিয়েছেন। এসব ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা ছাড়া এর অন্য কোনো ব্যাখ্যা নেই।
সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে যুবদল সভাপতি বলেন, আমরা একটি রাজনৈতিক দল, আমাদের নিজস্ব সাংগঠনিক কাঠামো রয়েছে। আমরা কোনো অপরাধীকে আড়াল করি না। আমরা যা যা করণীয়, সংগঠনের নিয়ম অনুযায়ী তা গ্রহণ করছি। কিন্তু সরকার কী করছে?
তিনি বলেন, সরকারের দায়িত্ব ছিল-দেশের বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে আগে থেকেই পর্যাপ্ত আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা। কিন্তু তা না করে সরকার এক ধরনের ‘দর্শকের’ ভূমিকা পালন করছে।
সোহাগ হত্যা প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীর মিডফোর্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে যুবদল কর্মী সোহাগকে হত্যা করা হয়েছে, যা দেখে পুরো জাতি বিস্মিত। এমন নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি দাবি করেন, এই ঘটনায় যুবদল পাঁচজনকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করেছে। তবে পুলিশ যাদের বিরুদ্ধে ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ পেয়েছে, তাদের মামলার প্রধান আসামি করা হয়নি এবং তারা এখনও গ্রেপ্তার হয়নি।
মোনায়েম মুন্না বলেন, এই হত্যাকাণ্ডে সোহাগের মেয়ে জানিয়েছে-মামলার এজাহারে তিনজন মূল খুনির নাম বাদ দিয়ে, নিরপরাধ তিনজনকে জড়ানো হয়েছে। এতে বোঝা যায়, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মূল আসামিদের আড়াল করছে।
ঘটনাটি বুধবার ঘটলেও তা শুক্রবার ব্যাপক প্রচার পেল কেন? আগে কেন প্রচার হয়নি? এখানে কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, গত এক বছরে বিএনপির কেউ কোনো অন্যায় করলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্যও বলা হয়েছে।
তবে, প্রশাসন বরাবরের মতো এবারও নির্বিকার ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর এই নিষ্ক্রিয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে তারা প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান মোনায়েম মুন্না।