জাতীয় যুব দিবস উপলক্ষে ৪ হাজার ৯৮৫ জন যুবককে ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা ঋণ দিচ্ছে সরকার। এর মধ্যে ২ হাজার ৫৩৪ জন যুবক ও ২ হাজার ৪৫১ জন যুবনারীকে এ ঋণ দেওয়া হবে বলে জানান যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।
সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান এ তথ্য জানান।তিনি জানান, গত এক বছরে যুব উন্নয়ন অধিদপ্তর ২ লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে। এবারের ঋণ বিতরণে ২,৫৩৪ জন যুবক ও ২,৪৫১ জন যুবনারী অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া, সড়ক শৃঙ্খলা রক্ষায় ১,০৭৬ জন যুবককে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে ৬৪ জেলায় ৬৪টি জলাশয় পরিষ্কার করা হয়েছে। এছাড়া, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ চলমান রয়েছে।
এছাড়া, ইএআরএন প্রকল্পের মাধ্যমে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। যুব দিবসে অনুষ্ঠানের পাশাপাশি যুব পুরস্কার প্রদান করা হবে।
জেড নিউজ, ঢাকা