মৌলভীবাজারে বড়লেখার কুমারশাইল ও নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে শুক্রবার ও শনিবার দু‘দফায় ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ।
জানা গেছে, কুমারশাইল সীমান্ত থেকে পুশইন করা ৫ জনকে আটক করে বিজিবি লাতু বিওপির সদস্যরা।এছাড়া, শনিবার ভোরে নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। বাংলাদেশের সীমানায় প্রবেশ করে সন্দেহজনক অবস্থানের কারণে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিয়ানীবাজার অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, শুক্রবার আটক ৫ জনের দেওয়া তথ্য অনুযায়ী পরিচয় নিশ্চিত হওয়ায় পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার আটক ১১ জনের তথ্য যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেড নিউজ, ঢাকা।